নেই কোনো সুদ, সার্ভিস চার্জ, নেওয়া হচ্ছে না জামানতও। তবুও প্রায় দুই দশক ধরে দেশের শীর্ষ শিল্পোগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাইন্ডেশন দিয়ে যাচ্ছে ঋণ। আর এই সহজ শর্তের ঋণ পেয়ে জীবন বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর, নবীনগরসহ কুমিল্লার হোমনার প্রায় ২৮ হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের। এরই ধারাবাহিকতায় বাঞ্চারামপুরে বুধবার (২২ জানুয়ারি) ৪৪৩ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে দেওয়া হলো ৮০ লাখ টাকা।
বাঞ্চারামপুরের ৪৪৩ জন নারী উদ্যোক্তা, যাদের ওপর নির্ভর করছে ৪৪৩টি পরিবার। এদের প্রত্যেকেই স্বপ্ন দেখছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে। তবে আর্থিক অস্বচ্ছলতা সেই স্বপ্নকে ঝাপসা করে দিচ্ছিল। তখন সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে বসুন্ধরা ফাউন্ডেশন। দেশের শীর্ষ শিল্পোগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের দেওয়া হচ্ছে ৮০ লাখ টাকা ঋণ সহায়তা।
এখানকার অনেক দরিদ্র নারী উদ্যোক্তাই এর আগে বিভিন্ন মাধ্যমে চড়া সুদে ঋণের ফাঁদে পড়ে হয়েছেন নিঃস্ব। আর সেখানে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ-সার্ভিসচার্জমুক্ত এই ঋণ সহায়তায় জীবন পাল্টে গেছে তাদের।
২০০৫ সাল থেকে পরিচালিত সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী।
সুদ-সার্ভিসচার্জমুক্ত ও জামানতবিহীন এ ধরনের ঋণ দিয়ে বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে বসুন্ধরা গ্রুপ। ঋণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও এম নাসিমুল হাই।
স্থানীয়রা বলছেন, শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তিসহ, সামাজিক কর্মকাণ্ডে অনুদান, প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবাসহ বহুমুখী সহায়তা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ।
SOURCE : News 24দুর্গাপুরে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials Among Orphans and Underprivileged Students in Durgapur
বাঞ্ছারামপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৬০ নারীকে সেলাই মেশিন বিতরণ
60 Underprivileged Women Receive Sewing Machines in Bancharampur through Bashundhara Shuvosangho
নারায়ণগঞ্জে অসহায় বিধবা রামরতি রবিদাসের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Supports Struggling Widow Ramrati Rabidas in Narayanganj
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাবনায় ১০০ নারী পেলেন সেলাই মেশিন
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হাজারো পরিবার
Thousands of Families Self-Reliant with Bashundhara Foundation's Interest-Free Loans
ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ