হোমনায় বৃহত্তর শিল্প গোষ্ঠী বসুন্ধরা ফাউন্ডেশনের পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীন ৭৪তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার হোমনা পৌরসভার হরিপুরে এ ঋণদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, ২০০৫ সাল থেকে আজ পর্যন্ত যে টাকা সুদমুক্ত ও সার্ভিস মুক্ত ঋণ তিনটি উপজেলা ২৫ কোটি ঋণ বিতরণ করে লক্ষাধিক পরিবারের মধ্যে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনছে। দেশের সর্ববৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের জন্মভূমি বাঞ্ছারামপুর প্রথম ২০০৫ সালে সুদমুক্ত ও সার্ভিস মুক্ত এ কর্মসূচি শুরু করেন। এখন দুই জেলার তিনটি উপজেলায় এ ঋণ বিতরণ কার্যক্রম চলছে। আর যে কোন সেমিনারে বড় গলায় বলতে পারছি আপনারা শতভাগ ঋণ ফিরে দিয়ে আপনারা স্বাবলম্বী হচ্ছেন। আপনারা সকলকে উনার (আহমদ আকবর সোবহানের) পরিবারের সকল সদস্যদের জন্যে দোয়া করবেন। এটাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আপনাদের নিকট কামনা করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এফসিএস প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই। তিনি বলেন, বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান সুদ মুক্ত ও সার্ভিস মুক্ত এবং ঋণ দেওয়ার তিন মাস পর আসল টাকা, কিস্তির টাকা প্রতি সপ্তাহে শত ভাগ আদায় করছি। আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সুদমুক্ত করে মানব কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য। তাই উনার জন্য সবাই দোয়া করবেন। যাতে আরও অনেক গরীবদেরকে মাঝে সুদমুক্ত ঋণ দিয়ে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে বসুন্ধরা গ্রুপ সুদ মুক্ত ও সার্ভিস মুক্ত ঋণ দিচ্ছে যা মানব কল্যাণে খুবই প্রয়োজন। তাহলে দেশে আর আর গরীর থাকবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন, বসুন্ধরা ফাউন্ডেশন ডিজিএম মাইমুন কবির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ চান মিয়া, কাউন্সিলর জাকির হোসেন, বসুন্ধরা ফাউন্ডেশনের অফিসার মোঃ জামাল উদ্দিন ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। বসুন্ধরা ফাউন্ডেশনের পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীনে ৭৪তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত হোমনা ও নবীনগর উপজেলায় ৩শত ৪৬ জন উপকার ভোগীদের মাঝে ৫১ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তার মধ্যে প্রথমবার ৩৮ জনের মধ্যে প্রতি জনের মাঝে ১৫ হাজার টাকা করে ৫ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়। দ্বিতীয়বার সুবিধা ভোগীদের মাঝে ৩শত ৮ জনের মাঝে প্রতিজনকে ১৫ হাজার টাকা করে ৪৬ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। বিগত সময়ে যারা সুদ মুক্ত ঋণ নিয়েছেন শতভাগ উপকারভোগীরা তা পরিশোধ করে কেউ কেউ তিন চারবার করে আবার আজকে ঋণ নিয়েছেন।
উপকারভোগী হোমনা চরেরগাও এর খোরশেদা বেগম বলেন, ''আগে আমার স্বামী রুপ মিয়া বদলী দিয়ে কোন মতে সংসার চালাতেন। বসুন্ধরা ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে কাচা মালের ব্যবসা করে। প্রথম তিন মাস কিস্তি দিতে হয় না। তাই ক্ষুদ্র ব্যবসা করে পুঁজি বাড়ে আবার সংসারও সুন্দর মত চলে। তিন মাস পর তিন শত টাকা করে প্রতি সপ্তাহে কিস্তি দিতে গায়ে লাগে না। আগে অনেক দুঃখে কষ্টে চলতে হইত। এখন ক্ষুদ্র ব্যবসা করে সুন্দরভাবে সংসার চলছে। তাই বসুন্ধরা মালিকের দোয়া করছি আল্লাহ পাক যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। আমার মত গরীব মানুষকে বিনা লাভে টাকা দিয়ে স্বাবলম্বী করতে পারেন''।
SOURCE : News 24আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর- পাওয়ার্ড বাই বসুন্ধরা’ আসরের সমাপনী
"Qur'an-er Noor - Powered by Bashundhara" Int'l Hifzul Qur'an Competition Closing Ceremony is Held
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন অসচ্ছল ২০ নারী
20 Poor Women in Syedpur Receive Sewing Machines from Bashundhara Shuvosangho
Bashundhara Group's Assistance Became a Means of Survival for 20 Women
বসুন্ধরা গ্রুপের সহায়তা বেঁচে থাকার অবলম্বন পেলেন ২০ নারী
গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন