All news

কালকিনিতে বসুন্ধরা শুভসংঘের ৫০০ কম্বল বিতরণ

মাদারীপুরের বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ

মাদারীপুরের কালকিনি উপজেলায় শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার কালকিনি সৈদয় আবুল হোসেন কলেজ মাঠে ৫০০ কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ‘আমি বসুন্ধরার কাছে কৃতজ্ঞ যে সারা বাংলাদেশের অসহকায় শীতার্ত মানুষের কথা ভেবে তারা কম্বল বিতরণ করছে। তারই ধারা বাহিকতায় কালকিনি উপজেলায় অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার হিসেবে পাঠিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। কালকিনি উপজেলা কালের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিধি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের মাদারীপুর আঞ্চলিক প্রতিনিধি ও মাদারীপুর জেলা শুভসংঘের সভাপতি ওয়াহিদ্জ্জুামান কাজল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও নিউজ টুয়ান্টিফোর টিভির প্রতিনিধি বেলাল রিজভী, মাদারীপুর শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদ, কালকিনি উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক শাহ আবুল খায়ের, ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, তানহা,মনির সরদার, সজিব খান,সাবিক সরদার, নাবিলা, উভা, আফরোজ নিশি, মারিয়া, মারিয়া, আরিফ, ইমা, রাতিনা, মুনিয়া, সোনালী, ফাতেমাও সাহিদাসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

SOURCE : কালের কণ্ঠ

More News