ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্ৰুপের সহযোগিতায় কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) আলোচনা ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সর্বমোট ৫ হাজার ৩২০টি কোরআন শরিফ বিতরণ করা হয়।
বসুন্ধরা গ্ৰুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্ৰুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্ৰুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি এস.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম. এ আউয়াল, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, মো. মামুন, মো. শাহজাহান, মো. বাছির প্রমুখ।
সভাপতি ময়নাল হোসেন চৌধুরী বলেন, আজকে তোমরা ছাত্র-ছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা লেখাপড়া করে ভালো মানুষ হবে- এই প্রত্যাশা সবার। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে তুমি হবে আদর্শ মানুষ। বসুন্ধরা গ্ৰুপ ছাত্রছাত্রীদের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপন, শিক্ষা উপকরণ, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে টিফিনের ব্যবস্থাসহ সব কার্যক্রম ব্যবস্থা পরিচালনা করে থাকে। যাতে জাতি হয় শতভাগ শিক্ষিত। শুধু তাই নয়; স্বাস্থ্য সেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ, বন্যা, খড়া, মাহামারিসহ সব ক্ষেত্রে বসুন্ধরা জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য। তোমরা আজকে যে উপহারটি পেয়েছ তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে স্বার্থক।
মোহাম্মদ আবু তৈয়ব বলেন, তোমরা আজকে বসুন্ধরা গ্ৰুপ কর্তৃক যে উপহারটুকু পেয়েছ তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। লেখাপড়ার পাশাপাশি যদি এই কোরআন শরিফটি পাঠ কর, তাহলে লেখাপড়ার সঙ্গে তোমাদের জীবনেও অনেক রহমত ও বরকত হবে। সামনে রমজান মাস আসছে। একটি করে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। তোমাদের বাবা-মা, আত্মীয় স্বজন ও বসুন্ধরার সকলের জন্য দো’আ করবে।
বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিক হাসান বলে, ভালো হয়েছে একটি কোরআন শরিফ পেয়েছি। বাংলাসহ বুঝে বুঝে পড়তে পারবো। আল্লাহর কাছে কোরআন শরিফ পাঠ করে বসুন্ধরা কোম্পানি এবং মালিকদের জন্য দো’আ করবো।
বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকারকারী মেধাবী ছাত্রী নুসরাত জাহান দিবা বলে, আমার অনেক আনন্দ লাগছে। অতীতে অনকে পুরষ্কার পেয়েছি। এতো আনন্দ লাগেনি। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ট উপহার। যারা দিয়েছে তাদের সবার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মন প্রাণ দিয়ে দো’আ করবো।
বাঞ্ছারামপুর সরকারি এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারকারী মেধাবী ছাত্র মো. তাহীন সরকার বলে, আমার কাছে কোরআন শরিফটি পেয়ে অনেক আনন্দ লাগছে। এতদিন না বুঝে পড়তাম। বাংলা অর্থসহ আছে বলে এখন সূরা এবং আয়াতের অর্থ বুঝতে পারবো। ধন্যবাদ বসুন্ধরা গ্ৰুপকে।
আলোচনা শেষে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সর্বমোট ৫ হাজার ৩২০টি কোরআন শরিফ বিতরণ করা হয়। এই বিতরণের অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীরা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্র-ছাত্রী। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য ৫টি করে কোরআন শরিফ দেওয়া হয়। এদের মধ্যে ছিল ২৫টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও ১টি স্কুল ও কলেজ।
SOURCE : News 24বোয়ালখালীতে ২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন
Bashundhara Shuvosangho Empowers 20 Underprivileged Women in Boalkhali with Sewing Machines
বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ