ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এসব কোরআন শরিফ বিতরণ করা হয়।
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমীন, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, মো. মামুন, মো. শাহজাহান, মো. বাছির প্রমুখ।
সভাপতি ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘আজকে তোমরা ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা লেখাপড়া করে ভালো মানুষ হবা এই প্রত্যাশা সবার। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে তুমি হবা একটা আদর্শ মানুষ।’
ছাত্রছাত্রীদের উদ্দেশে আরও বলেন, ‘বসুন্ধরা গ্রুপ ছাত্রছাত্রীদের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপন, শিক্ষা উপকরণ, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে টিফিনের ব্যবস্থাসহ সব কার্যক্রম ব্যবস্থা পরিচালনা করে থাকে। যাতে জাতি হয় শতভাগ শিক্ষিত। শুধু তা-ই নয় স্বাস্থ্যসেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ, বন্যা, খরা, মহামারিসহ সব ক্ষেত্রে বসুন্ধরা জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য। তোমরা আজকে যে উপহারটি পেয়েছ, তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে সার্থক।’
মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘তোমরা আজকে বসুন্ধরা গ্রুপ কর্তৃক যে উপহারটুকু পেয়েছ, তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। লেখাপড়ার পাশাপাশি যদি এই কোরআন শরিফটি পাঠ করো তাহলে লেখাপড়ার সঙ্গে তোমাদের জীবনেও অনেক রহমত এবং বরকত হবে। সামনে রমজান মাস আসতেছে। একটি করে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। তোমাদের মা-বাবা, আত্মীয়স্বজন ও বসুন্ধরার সবার জন্য দোয়া করবা।’
বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিক হাসান বলে, ‘ভালো হয়েছে একটি কোরআন শরিফ পেয়েছি। বাংলাসহ বুঝে বুঝে পড়তে পারব।’
বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকারকারী নুসরাত জাহান দিবা বলে, ‘আমার অনেক আনন্দ লাগছে। অতীতে অনেকে পুরস্কার পেয়েছি। এত আনন্দ লাগেনি। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার।’
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারকারী মো. তাহীন সরকার বলে, ‘আমার কাছে কোরআন শরিফটি পেয়ে অনেক আনন্দ লাগতেছে। এত দিন না বুঝে পড়তাম। বাংলা অর্থসহ আছে বলে এখন সুরা এবং আয়াতের অর্থ বুঝতে পারব। ধন্যবাদ বসুন্ধরা গ্রুপকে।’
আলোচনা শেষে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে মোট ৫ হাজার ৩২০টি কোরআন শরিফ বিতরণ করা হয়। এই বিতরণের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা হলো সব শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রছাত্রী। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য পাঁচটি করে কোরআন শরিফ দেওয়া হয়। এদের মধ্যে ছিল ২৫টি উচ্চবিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও একটি স্কুল ও কলেজ।
SOURCE : The Daily Campusসৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials Among Students in Syedpur
বীরগঞ্জে ৪০টি দরিদ্র পরিবারকে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Winter Clothes to 40 Poor Families in Birganj
পাটগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চালু হলো বসুন্ধরা শুভসংঘ স্কুল
Bashundhara Shuvosangho Starts the School for Underprivileged Children in Patgram
পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ৪০০ শিশু পেল ‘বসুন্ধরা খাতা’
400 Underprivileged Children Receive 'Basundhara Khata' on the Occasion of Puja
দেশব্যাপী অসচ্ছল নারীরা পেলো বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন
Bashundhara Shuvosangho Gave Sewing Machines to Poor Women from Across the Country