All news

বসুন্ধরার এমডির অগ্রণী ব্যাংক পরিদর্শন

বসুন্ধরার এমডির অগ্রণী ব্যাংক পরিদর্শন

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পরিদর্শন করেছেন।  

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে যান এবং ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক শামস্-উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মো. রাজিব সামাদসহ বসুন্ধরা গ্রুপ ও অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সাক্ষাৎ শেষে বসুন্ধরা গ্রুপের এমডি বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, কর্পোরেট আবহে বঙ্গবন্ধু কর্নার অগ্রণী ব্যাংক এমডির চমৎকার আইডিয়া। আমরা অনেকেই বঙ্গবন্ধুর ইতিহাস জানি না। বঙ্গবন্ধু কর্নারের কল্যাণে আমরা তা জানতে পারব।  

এর আগে প্রথমে অগ্রণী ব্যাংকের এমডির সঙ্গে সাক্ষাত করেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। এ সময় পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন।  

SOURCE : News 24