All news

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

বেসরকারি খাতের উদ্যোগের মাধ্যমে ভারতের সঙ্গে জোরালো অর্থনৈতিক অংশীদারির আগ্রহ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ৩৫ জন শিল্পোদ্যোক্তা। গত রবিবার সন্ধ্যায় ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে তাঁরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ওই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনার গতকাল বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফর নিয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, ‘গত রবিবার সন্ধ্যায় বাংলাদেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। উচ্চ পর্যায়ের সফরগুলোতে ব্যবসায়ী প্রতিনিধিরাও থাকেন। ব্যবসা সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারস্পরিক বিনিয়োগ সহযোগিতার মতো বিষয়েও আমরা তাকিয়ে আছি।’

Also Published In