All news

ভারতীয় হাইকমিশন সংবর্ধনা দিয়েছে শীর্ষ ৩৫ শিল্পোদ্যোক্তাকে

ভারতীয় হাইকমিশন সংবর্ধনা দিয়েছে শীর্ষ ৩৫ শিল্পোদ্যোক্তাকে

বেসরকারি খাতের উদ্যোগের মাধ্যমে ভারতের সঙ্গে জোরালো অর্থনৈতিক অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ৩৫ শিল্পোদ্যোক্তা। গত রবিবার সন্ধ্যায় ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ আগ্রহ প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, এ কে আজাদ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এসিআই গ্রুপের আনিস উদ দৌলা, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি ও ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইস্ট কোয়াস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ওয়াল্টনের চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভী, আল হারমান গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান উপস্থিত ছিলেন।

Also Published In