All news

পাবনায় বসুন্ধরার সেলাই মেশিন পেলেন ১০০ নারী

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাবনায় ১০০ নারী পেলেন সেলাই মেশিন

পাবনায় অসচ্ছল নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের উদ্যোগে নওগাঁর রানীনগরে তালবীজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : পাবনায় অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল  শনিবার পাবনা সদরের আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন গ্রামের নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
পাবনায় বসুন্ধরার সেলাই মেশিন পেলেন ১০০ নারীপাবনার আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান বাবুল বিশ্বাসের সভাপতিত্বে এবং পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

বক্তব্য দেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন, পাবনার শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বাহেজ উদ্দিন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান রয়েল বিশ্বাস, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সূচনা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পূর্ণিমা ইসলাম, পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রামাণিক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সারা দেশেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে কাজ করে থাকে। সংগঠনটি কখনো সেলাই মেশিন বিতরণ, কখনো গরু-ছাগল বিতরণ করে থাকে।

পাবনায়ও একই ধরনের কার্যক্রম পরিচালনা করায় সেটা সত্যিই প্রশংসনীয়। আজ যাঁদের সেলাই মেশিন দেওয়া হয়েছে তাঁরা এই সেলাই মেশিনের মাধ্যমে স্বাবলম্বী হবেন, পরিবারের চালিকাশক্তি বৃদ্ধি পাবে। আমি বসুন্ধরা শুভসংঘকে এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।’ কথাসাহিত্যিক ও বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই দেশের বিভিন্ন পথেপ্রান্তরে ছুটে চলেছি। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ আমাদের বড় একটি প্রকল্প। সেলাই মেশিন ছাড়াও আমরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাবনায় আমরা আসতে পেরে খুশি।

এখানকার আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্টের কাজ দেখেও আমি খুশি। বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস যেভাবে এই ট্রাস্টের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটি সত্যিই আমাকে আনন্দিত করেছে।’
রানীনগর (নওগাঁ) : বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তালবীজ রোপণ করা হয়েছে। গতকাল উপজেলার মিরাট ইউনিয়নের মিরাট মৎস্যজীবীপাড়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রানীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সহসভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. চন্দন, আবুল বাশার চঞ্চল, সদস্য মো. শাহিন আলম ও আফজাল হোসেন, কালের কণ্ঠের রানীনগর উপজেলা প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : বসুন্ধরা শুভসংঘ  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার আয়োজনে গাছের চারা রোপণ করা হয়েছে। গত শুক্রবার পবিপ্রবি ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও অধ্যাপক আবুল বাশার খান, আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্যসচিব আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. মোবাশ্বের আলি, মো. তুহিন পারভেজ, মো. জহুর আলম, সদস্য কামরুল ইসলাম, সালমান ফারসি, তাসহিক মাহমুদ অমি, তাসলিমা আক্তার, সাগর ইসলাম, শুভ দেব ভৌমিক, রাজিবুল ইসলাম প্রমুখ।

SOURCE : কালের কণ্ঠ