All news

শিবচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট

শিবচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে  বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট

মাদারীপুর জেলার শিবচরে বিনামূল্যে ৫ শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের চরশেখপুর এলাকায় স্থানীয় ডা. কেয়ামুদ্দিন মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে এ চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী চলে এই কর্মসূচী। এতে সার্বিক সহযোগিতা করে ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের চর শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষুসেবার আয়োজন করেন ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশন। চক্ষুশিবিরে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে ৫ শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। 

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েব এর তত্ত্বাবধানে ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা, ডা.তাসরুবা শাহনাজসহ ৮ জনের একটি দল চিকিৎসাসেবা দেন। 

বসুন্ধরা আই হসপিটালের ক্যাম্প অর্গানাইজার মো. আবু তোয়াব জানান, ব্যাপক সাড়া পড়েছে প্রত্যন্ত এই এলাকায়। সারাদেশেই এই কার্যক্রম চলছে। যাদের অপারেশ দরকার তাদের বসুন্ধরার নিজ খরচে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হবে।
তিনি আরও বলেন,'প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। এর মধ্যে যাদের চোখে ছানি ছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নিয়ে যাওয়া হবে।'

এদিকে, প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত এই চরশেখপুর গ্রাম। সাধারণ মানুষের হাতের নাগালে নেই চিকিৎসা সেবা। নিজেদের হাতের নাগালে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন স্থানীয়রা। ঘরে বসে সেবা পাওয়ার পাশাপাশি ঢাকায় গিয়ে বিনামূল্যে অপারেশনের খবরে তারা আনন্দিত। চিকিৎসা নিতে আসা একাধিক রোগী বলেন,'বসুন্ধরা চক্ষু হাসপাতালের ডাক্তাররা আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়েছে। আমরা খুবই খুশি ঘরের কাছে বিনামূল্যে এতো ভালো সেবা পেয়েছি। 

৯০ বছর বয়সী মুয়রজান বেগমের চোখে সমস্যা দীর্ঘদিন থেকেই। বিনা মুল্যে চিকিৎসা করাতে পেরে দারুন খুশি তিনি। তিনি জানান, আমার ছেলে মেয়ে নেই। নাতির কাছে থাকি। তারাও গরীব মানুষ। বিনা মুল্যে চিকিৎসা পেয়ে ভালোই লেগেছে।

জানতে চাইলে ডাঃ কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক হাবিবুর রহমান বলেন,'বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় নিজ এলাকায় বিনামূল্যের চক্ষু চিকিৎসার আয়োজন করতে পেরে আমি আনন্দিত। অসংখ্য রোগী আসছেন চিকিৎসা নিতে। বসুন্ধরা গ্রুপের হাসপাতালের চিকিৎসকগণ খুবই যত্নসহকারে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। রোগীরাও খুশি। আমরা চেষ্টা করবো ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করতে।

SOURCE : News 24