All news

লালপুরে অসচ্ছল নারীদের মাঝে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন বিতরণ

লালপুরে অসচ্ছল নারীদের মাঝে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন বিতরণ

নাটোরের লালপুরে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেলো ২০ জন অসচ্ছল নারী। সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। রবিবার (২৮এপ্রিল) দুপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলার বুধিরামপুরে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। 

এসময় তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০জনকে তারা প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন তুলে দিল। তারা এটি দিয়ে নিজের পায়ে দাঁড়াবেন এবং বেকারত্ব দুরি করবেন পরিবারে সচ্ছলতা ফিরে আসবে। নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। 

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম, বসুন্ধরা গ্রুপের সিনিয়র অফিসার মোহাম্মদ জীবন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শরীফ মাহাদী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত প্রমুখ।

SOURCE : দৈনিক জনবাণী