All news

শরীয়তপুরে ৭ শতাধিক শীতার্তকে বসুন্ধরার কম্বল উপহার

শরীয়তপুরে ৭ শতাধিক শীতার্তকে বসুন্ধরার কম্বল উপহার

শরীয়তপুরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ৭ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। 

আজ শনিবার দিনব্যাপী পৌর এলাকার কলোনী মাঠে ও নড়িয়া উপজেলার নরকলিকাতা এলাকার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কম্বল বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। 

আয়োজকরা জানায়, কয়েকদিন ধরে সারাদেশে শীতের প্রকোপ দেখা দিয়েছে।

এতে সবচেয়ে বেশি কষ্টে ছিলো নিন্ম আয়ের অসহায় মানুষেরা। এ অবস্থায় দেশব্যাপী অসহায় মানুষের শীতের কষ্টলাঘব করতে কম্বল বিতরণ করার উদ্যোগ নেয় দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার দিনব্যাপী শরীয়তপুরে ৭ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশিতে আপ্লুত হয়ে আম্বিয়া খাতুন নামের ৭০ বয়সী বৃদ্ধা বলেন, ‘আমরা গরীব মানুষ।

এই শীতে টিনের ঘরে থাকতে অনেক কষ্ট হয়। আমাগো দেখার মতো কেউ নাই। আইজ বসুন্ধরা লোকেরা আমারে কম্বল দিছে। এই শীতটা এখন ভালোই কাটবো।’
নড়িয়া থেকে বসুন্ধরার কম্বল উপহার নিতে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী সুমন বেপারী। এসময় কম্বল পেয়ে ভীষণ খুশি হয়েছেন তিনি। সুমন বেপারী বলেন, ‘বাসায় একটা মাত্র শীতের পোশাক আছে। শীতে রাইতে কষ্ট হইতো। এখন এই কম্বলডা পাইয়া বেশ উপকার হইলো। গায়ে জড়াইয়া ঘুমাইতে পারমু।’
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘এই শীতে মানুষের কষ্ট লাঘব করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল উপহার পৌঁছে দিতে বিভিন্ন জেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা চাই এই শীতে অসহায় মানুষ যেন কষ্ট না পায়। আমরা সব সময় বসুন্ধরা গ্রুপ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছি। আপনার সবাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া রাখবেন।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার সমন্বয়ক মো. মামুন, মাদারীপুর নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি বেলাল রিজভী, বসুন্ধরা শুভসংঘের ওহিদুজ্জামান কাজল ও অন্যান্যরা।

SOURCE : কালের কণ্ঠ