All news

বিশ্বমানের আধুনিক ৫টি কনভেনশন সেন্টার তৈরি করছে বসুন্ধরা

আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বিশ্বমানের পাঁচটি কনভেনশন সেন্টার তৈরি করতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে এশিয়ান হাইওয়ের ৩০০ ফুট রাস্তার পাশে এর পাইলিংয়ের রিগ বসানোর মাধ্যমে নির্মাণ কাজ উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান। ৮০ বিঘা জমির ওপর নির্মিতব্য কনভেনশন সেন্টারগুলোয় থাকছে চার হাজার গাড়ির পার্কিংব্যবস্থা। থাকবে বিভিন্ন গিফট শপ, চেইন শপসহ নানা সুযোগ-সুবিধা। দৃষ্টিনন্দন করতে ব্যবহার করা হবে বিশেষ ম্যাটালিক শিট। আধুনিকতার সঙ্গে প্রকৃতির সমন্বয় ঘটাতে পরিকল্পিতভাবে বৃক্ষশোভিত করা হবে কনভেনশন সেন্টার এলাকা। আর নয়নাভিরাম এ ব্যতিক্রমধর্মী কনভেনশন সেন্টারের নকশা করেছেন খ্যাতিমান স্থপতি ফায়েজ উল্লাহ, যিনি বসুন্ধরা সিটিরও নকশা করেন। আগামী নয় মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মো. মাহবুব মোর্শেদ হাসান, গণমাধ্যম উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, উপদেষ্টা মো. আজম খান, ইঞ্জিনিয়ার আবদুস সাত্তার, সিনিয়র ডিএমডি মো. বেলায়েত হোসেন, মো. তৌহিদুল ইসলাম, ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান, আবুল কালাম শামীম ছাড়াও ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও মুনাজাত করা হয়।

Also Published In