দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডসহ ৫১৭ করদাতাকে ট্যাক্স কার্ড প্রদান করেছে এনবিআর। এবার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে ১৪১টি ট্যাক্স কার্ডসহ সারা দেশের মোট ৫১৭ জনকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৩৭০ জন সর্বোচ্চ করদাতা ও ১৪৭ জন দীর্ঘমেয়াদি করদাতা রয়েছেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ট্যাক্স কার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ হোসাইন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা সম্মাননা গ্রহণ করেন ব্যবসায়ী হাজী মো. কাউছ মিয়া, গাজী গোলাম দস্তগীর এমপি, বিশিষ্ট চিকিৎসক প্রাণ গোপাল দত্ত, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আইনজীবী কাজী মোহা. তানজীবুল আলম, স্থপতি ইকবাল হাবীব, বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পক্ষে তার বোন, অভিনেতা পীযূষ, সংগীতশিল্পী সুবীর নন্দী ও শাহীন সামাদ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এখন থেকে বছরের ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হবে। করদাতাকে প্রতি বছর এই সময়ের মধ্যে কর দিতে হবে। দেশের সেবায় মানুষ কর দেবে, এটাই আমার প্রত্যাশা।’ গতকাল রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে আয়কর সপ্তাহ, ২০১৬-এর উদ্বোধন ও সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। স্বাগত বক্তব্য দেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ) আবদুর রাজ্জাক। অর্থমন্ত্রী বলেন, নয় বছর আগে বাজেটের আকার ছিল ৯৩ হাজার কোটি টাকার। চলতি অর্থবছরে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আর এটি সম্ভব হয়েছে কর আদায়ের জন্যই। আগামীতে ৫ লাখ কোটি টাকার বাজেট হবে। এজন্য তিনি করদাতাদের সমর্থন চান। চলতি ২০১৬-১৭ অর্থবছরে ২০ লাখ করদাতার রিটার্ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৫-১৬ অর্থবছরে দেশের ১১ লাখ করদাতা আয়কর দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, করদাতারা আশ্বস্ত হয়েছেন যে, রিটার্ন দাখিল হয়রানি নয়। গত আট বছরে তরুণ প্রজন্মের আয়কর প্রদানে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অর্থমন্ত্রী বলেন, এ সরকারের লক্ষ্য ২৫ লাখ করদাতা তৈরি। একসময় অনেকেই মনে করতেন কর দেওয়া মোটেই ভালো কাজ নয়। তারা মনে করতেন একবার যদি কর দেওয়া শুরু হয়, তাহলে সারা জীবন ভোগান্তি পোহাতে হবে। তবে এখন যারা কর দিচ্ছেন, তারা আশ্বস্ত হচ্ছেন কর দেওয়া ভোগান্তিকর নয়।
Hospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Mock firefighting at Bashundhara City
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Brought Change in Housing Sector
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Gives Tk 1 Million to Biswajeet’s Family
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia