সরস্বতী পূজার ‘বাণী অর্চনা’ উপলক্ষে রাজধানীর আফতাব নগরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ৪০০ শিশুকে খাতা উপহার দেওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বসুন্ধরা পেপারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়। বসুন্ধরা গ্রুপের সেক্টর-সি (মার্কেটিং) এর সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ জুলকার নাইন জানান, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, সরস্বতী পূজার এই বিশেষ দিনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা পেপারের খাতা বিতরণের পাশাপাশি একটি সেলস স্টল স্থাপন করা হয়েছে। এখানে আমাদের টিস্যু, স্যানিটারি প্যাড, হাইজিন পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বাজারমূল্যের চেয়ে সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, বসুন্ধরা পেপারের খাতার গুণগত মান ও টেকসই বৈশিষ্ট্য বাজারের অন্যান্য পণ্যের তুলনায় অধিক প্রতিযোগিতামূলক। এছাড়া নারীদের জন্য স্যানিটারি প্যাডের ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফারসহ দেড় শতাধিক পণ্য এখানে বিশেষ মূল্যে পাওয়া যাচ্ছে।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিষয়ে জুলকার নাইন বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজনে আমরা সহযোগিতা করে থাকি। আজকের এই উদ্যোগও তারই ধারাবাহিকতা।
বসুন্ধরা গ্রুপের টয়লেট্রিজ, হাইজিন পণ্য ও শিক্ষাসামগ্রী বিক্রয়ের স্টলে সাধারণ ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ রায় বলেন, এই পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সবার অংশগ্রহণে এটি এক আনন্দঘন মিলনোৎসবে পরিণত হয়েছে, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে।
তাদের পাশে থেকে দিনটি আরও সুন্দর করে তোলার জন্য বসুন্ধরা খাতাকে ধন্যবাদ জানান তিনি।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পূজা উদযাপন কমিটির উপদেষ্টা এবং সাবেক ছাত্র সৌরভ সাহা বলেন, আমরা একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে টানা ১৪ বছর যাবত পূজা উদযাপন করে আসছি। এই পূজা বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্যে হয়ে থাকে। এই বছর বসুন্ধরা গ্রুপের সহায়তায় বড় পরিসরে আয়োজিত হচ্ছে, আমরা আশা করবো ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ এই সহায়তা অব্যাহত রাখবে।
পূজার অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৭টায় প্রতিমা স্থাপনের মাধ্যমে। এরপর ধূপ আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামস রহমান, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আশিক মোসাদ্দেক, ট্রেজারার এয়ার কমান্ডার (রিটায়ার্ড) ইশফাক ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।
SOURCE : Banglanews24পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ৪০০ শিশু পেল ‘বসুন্ধরা খাতা’
400 Underprivileged Children Receive 'Basundhara Khata' on the Occasion of Puja
দেশব্যাপী অসচ্ছল নারীরা পেলো বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন
Bashundhara Shuvosangho Gave Sewing Machines to Poor Women from Across the Country
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে বসুন্ধরা গ্রুপের প্রাণের উৎসব
Bashundhara Group’s Festival of Life with Children with Special Needs
ভোলায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Bhola
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ
Bashundhara Foundation Distributes Interest-Free Loans in Bancharampur