All news

শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা বসুন্ধরা গ্রুপের

শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা বসুন্ধরা গ্রুপের

সান মেহেদীর সহধর্মিনী পপি বলেন, আমরা সুখেই দিন কাটাচ্ছিলাম। খুব কষ্ট দিয়ে আমার স্বামীকে মারা হয়েছে। আমার দুইটা মেয়ে। বড় মেয়েটা বাবাপাগল ছিল। সবসময় বলে বাবা আসে না কেন? আশেপাশের মানুষকে প্রশ্ন করে, বাবা আসবে কবে? আমার মেয়ের প্রশ্নের আমি উত্তর দিতে পারি না। তারা কি গুলি করার আগে একটাবার ভাবলো না, এই সন্তানদের আমি কিভাবে মানুষ করবো?

শহীদ সাংবাদিক শাকিল হোসেনের বাবা মো. বেলায়েত হোসেন বলেন, আমার আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না। হয়েছি কারণ আমার একমাত্র শাকিল চলে গেছে। এই সন্তানকে হারিয়ে আমি আজকে নিঃস্ব। আল্লাহপাক তাকে কবুল করে নিয়েছে। আপনারা যে কাজে নিয়োজিত আছেন, তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সেজন্য অনুরোধ করবো। শাকিলকে যেভাবে আপনারা স্মরণ করলেন, সেজন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না।

‘আংশিক নয় পুরো সত্য’ স্লোগানে ২০১০ সালের ১০ জানুয়ারি পথচলা শুরু হয় কালের কণ্ঠের। পাঠকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে শুক্রবার প্রতিষ্ঠানটি পূর্ণ করছে দেড় দশক।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।  

ঢাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন রয়েছে।

SOURCE : Banglanews24

More News