দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০৮ জন দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তার মাঝে ৫০ লাখ টাকা সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী এই ঋণ বিতরণ করেন। জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের সামনে প্রকল্প মাঠে ৭২তম ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৩১ জন নারী উদ্যোক্তার মাঝে প্রথমবারের ১৫ হাজার টাকা করে চার লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ ছাড়া ২০১ জন নারী উদ্যোক্তার মাঝে দ্বিতীয়বারের মতো ১৫ হাজার টাকা করে ৩০ লাখ ১৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। ৭৬ জন নারী উদ্যোক্তার মাঝে তৃতীয়বারের মতো ২০ হাজার টাকা করে ১৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
তথ্যানুযায়ী, বসুন্ধরা ফাউন্ডেশনের এই ঋণের টাকায় উদ্যোক্তারা কৃষিকাজ, বাছুর পালন, ছাগল পালন, হাঁস-মুরগি পালন, ফলের ব্যবসা, চা দোকান, সেলাই কাজ, অটো মেরামত, মুদি দোকান, শপিং ব্যাগ তৈরি প্রভৃতি খাতে বিনিয়োগ করেন। বিনিয়োগের পর প্রথম তিন মাস কোনো ঋণ পরিশোধ করতে হয় না।
তিন মাস পর প্রতি সপ্তাহে ১৫ হাজার টাকা ঋণের ক্ষেত্রে ৪০০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হয়। ঋণের কিস্তির টাকা বাড়ি বাড়ি গিয়ে তুলে আনেন ফাউন্ডেশনের লোকজন। ঋণের মূল টাকা পরিশোধের পর দ্বিতীয়বার আবার ঋণ নিতে পারেন উদ্যোক্তারা। প্রায় ১৯ বছর ধরে চললেও অভিনব এমন সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ কার্যক্রমে নেই কোনো খেলাপি।
বসুন্ধরা ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে বাঞ্ছারামপুর উপজেলায় ৮৩টি গ্রামে এ ঋণ কার্যক্রম চালিয়ে আসছে। এ উপজেলার ২৬ হাজার ৫০ জন নারী উদ্যোক্তার মাঝে বিতরণ করা হয়েছে ঋণ। ২০২০ সাল থেকে নবীনগর উপজেলায় ১০৪ জন ও হোমনা উপজেলায় ৭০৫ জন নারী উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৬ হাজার ৮৫৯ জন দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারীর মাঝে ২৫ কোটি ১৭ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘আজকের আগে আরো ৭১ বার এমন ঋণ বিতরণ কার্যক্রমের অনুষ্ঠান করা হয়েছিল।
এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মহানুভবতা। উনার এমন মহানুভবতায় আমরা আরো শত শত অনুষ্ঠান করতে চাই। আরো হাজার হাজার মানুষের মাঝে ঋণ বিতরণ করতে চাই।’ তিনি বলেন, ‘আপনারা সবাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, উনার স্ত্রী, ছেলেসহ পরিবারের সবার জন্য দোয়া করবেন, যাতে করে সুদমুক্ত এমন ঋণ দিয়ে উনারা মানুষের আরো বেশি বেশি সেবা করতে পারেন। কারণ এমন ঋণ কার্যক্রম বাংলাদেশের কোথাও নেই। শুধু বাংলাদেশ কেন, দক্ষিণ এশিয়ার কোথাও নেই। আমার জানা মতে, সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ কার্যক্রম পৃথিবীর কোনো আর্থিক প্রতিষ্ঠান, কোনো সংস্থা করে না। এটা করে শুধু বসুন্ধরা ফাউন্ডেশন। এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানই করতে পারেন।’
ঋণ গ্রহীতাদের উদ্দেশ করে ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘আপনারা এই ঋণের টাকা কাউকে ধার দেবেন না। সুদের কাজে ব্যবহার করবেন না। ঋণের টাকা ফেরত দিয়ে পুনরায় ঋণ নিতে পারবেন।’ এ ঋণ বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর- পাওয়ার্ড বাই বসুন্ধরা’ আসরের সমাপনী
"Qur'an-er Noor - Powered by Bashundhara" Int'l Hifzul Qur'an Competition Closing Ceremony is Held
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন অসচ্ছল ২০ নারী
20 Poor Women in Syedpur Receive Sewing Machines from Bashundhara Shuvosangho
Bashundhara Group's Assistance Became a Means of Survival for 20 Women
বসুন্ধরা গ্রুপের সহায়তা বেঁচে থাকার অবলম্বন পেলেন ২০ নারী
গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন