All news

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে আপ্লুত নারীরা

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে আপ্লুত নারীরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের চর হামুয়া সরকারি আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা হোসনে আরা স্বর্ণা। স্বামী সন্তান নিয়ে সংগ্রামের পরেও তিনি অধ্যয়ন করছেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে।  বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিনমাসের সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে এখন তার আত্মবিশ্বাস বেড়েছে। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে তিনি বলেন, 'এখন আমি সেলাইয়ের কাজ করে স্বামী ও সন্তানকে নিয়ে অনেক ভাল থাকব। একই সঙ্গে লেখাপড়াও চালিয়ে যাব।' 
স্বপ্না আক্তার নামে আরেক প্রশিক্ষণার্থী বলেন, এই প্রশিক্ষণ নিয়ে এখন স্বামীর পাশাপাশি নিজের সংসারে অবদান রাখতে পারবে তিনি। সাবিনা আক্তার বলেন, 'আমি ছাত্রী হলেও এই কাজ শেখার পর মনে হয়েছে আমি অন্যদের চেয়ে আলাদা। কারন আমি একটি ভাল কাজ শিখেছি।'
স্বর্ণা, স্বপ্না আর সাবিনাদের মত শায়েস্তাগঞ্জ উপজেলার ২০ দরিদ্র নারীকে এগিয়ে যাওয়ার এই স্বপ্ন দেখিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন বিতরণ করেন শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপি বিভাগের অধ্যপক সৈয়দ মিজবা উদ্দিন। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কালেরকণ্ঠ জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কলেজের প্রভাষক মো. শাহীন মিয়া, আরিফুর রহমান, কলেজের গভর্নিং বডির সদস্য সার্জেন্ট (অব) শাহজাহান মিয়া, অফিস সহকারী রুবেল মিয়া, শুভসংঘ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জনি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন রনি, নাছির হোসাইন, সৌরভ মিয়া, শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার সভাপতি  সোহানা সাবরিন জারা, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেমি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মিজবা উদ্দিন বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট হাউজ নয়। তাদের দারিদ্র বিমোচনের কর্মসূচিগুলো ব্যতিক্রম এবং সমাজ পরিবর্তনে অনেক কার্যকর। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র নারীরা শুধু স্বাবলম্বীই হবে না তারা দেশের জিডিপিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন