All news

কর্ণফুলী শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান

পরিবারের আর্থিক অবস্থার কারণে সপ্তম শ্রেণিতে ভর্তি হতে পারছিল না মেধাবী শিক্ষার্থী আরিয়ান। কিন্তু বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখা আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান করে তার পাশে দাঁড়িয়েছে। আজ, মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী আরিয়ানকে আর্থিক অনুদান ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি লায়ন শারমিন মনি, সহ-সভাপতি জালাল উদ্দীন রোকন, সাধারণ সম্পাদক লোকমান, যুগ্ম সম্পাদক এমদাদ রুবেল, সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন রিয়ান, গিয়াসউদ্দিন, আব্বাস, রাসেল, ফয়সাল, জেসমিন আক্তার মায়া প্রমুখ।
শিক্ষাসামগ্রী পেয়ে আরিয়ান তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার পড়াশোনা চালানোর মতো আর্থিক সামর্থ্য আমার পরিবারের ছিল না। আমি ভেবেছিলাম আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কিন্তু শুভসংঘ আমার পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এখন আমি নিশ্চিত যে, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারব।
শুভসংঘ আমার জীবনে এক অভিবাদন হয়ে এসেছে।
সংগঠনের সভাপতি লায়ন শারমিন মনি বলেন, আমরা বরাবরই মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি এবং তারই ধারাবাহিকতায় আজ মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও শিক্ষা সামগ্রী প্রদান করেছি। কর্ণফুলীতে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে আমরা সব সময় কাজ করে যাবো।

SOURCE : কালের কণ্ঠ

Also Published In