All news

বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার শীতবস্ত্র বিতরণ

বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার শীতবস্ত্র বিতরণ

'শুভ কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ, প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার উদ্যোগে দ্বীপজেলা ভোলার মনপুরায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোলার মনপুরায় এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মনপুরায় প্রচন্ড হাড় কাঁপানো শীতে বসুন্ধরা শুভসংঘের নতুন কম্বল পেয়ে খুশী দরিদ্র ও অসহায় মানুষেরা। এসময় তারা অনেক আনন্দ প্রকাশ করেন। 

বসুন্ধরা শুভসংঘের কম্বল পাওয়ার পর মনোয়ারা বেগম বলেন, আজ বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। 

রাবেয়া বেগম বলেন, আমাদের মনপুরা দ্বীপের শীতার্ত মানুষদের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল দেওয়ায় আমরা অনেক খুশি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ, আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। 

এসময় বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার পক্ষ থেকে আহবায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন মনপুরার অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।

শাফায়াত হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের কম্বল পাওয়ায় মনপুরার অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে অনেক আনন্দ দেখতে পেয়েছি। শীতার্ত মানুষদের মুখে এভাবেই হাসি ফুটিয়ে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। 

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ এর সদস্য মীর আবিদ হোসেন, মো. জাহিদ হাসান, মো. ফজলে রাব্বিসহ প্রমুখ।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন