সেরা ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ভূষিত হয়েছেন বছরের সেরা ব্যক্তিত্ব বা ‘পারসন অব দ্য ইয়ার’ খেতাবে। ভোক্তা ও শিল্প পর্যায়ে বিশেষ অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে এশিয়া ওয়ান গ্লোবাল লিডার অব দ্য ইয়ার খেতাব দেওয়া হয়।
গত মঙ্গলবার লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যায় গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স ২০২১-২২ এশিয়া-আমেরিকা-আফ্রিকা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানেই তাঁরা এ পুরস্কারে ভূষিত হন। এটি ছিল এশিয়াওয়ান মিডিয়া গ্রুপের এশিয়া-আমেরিকা-আফ্রিকা অ্যাওয়ার্ডের ১৭তম আসর। লন্ডনের ম্যারিয়ট হোটেলে করা হয় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন।
মেগা এই শীর্ষ সম্মেলন ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার ব্যবসায়ী ও সামাজিক নেতাদের বিশাল সমাবেশে পরিণত হয়। কেউ কেউ সরাসরি উপস্থিত হতে না পারায় ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনীতিতে বিশেষ অবদান, ব্যবসা-বাণিজ্যে উৎকর্ষসাধন ও মানোন্নয়নের জন্য বসুন্ধরা গ্রুপকে গ্রেটেস্ট ব্র্যান্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভোক্তা ও শিল্প পর্যায়ে বিশেষ অবদানের জন্য সায়েম সোবহান আনভীরকে পারসন অব দ্য ইয়ার মনোনীত করে ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস অ্যান্ড এশিয়া ওয়ান ম্যাগাজিন।
সায়েম সোবহান আনভীরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর উপদেষ্টা মো. নাজমুল হক। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে শিল্পক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও প্রতিনিধিত্বের জন্য মনোনীত করে এশিয়া ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল গ্রুপ।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তাতে শিল্প গ্রুপটির চলমান কার্যক্রম তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রে স্থান পায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বিভিন্ন গণমাধ্যমের কর্মকাণ্ড এবং বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রম।
সম্মেলনে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চীন, মিয়ানমার, কম্বোডিয়া, ওমান, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার বেসরকারি-সরকারি খাতের প্রধান ব্যবসায়ী ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
এশিয়াওয়ান মিডিয়া গ্রুপ এশিয়া-আমেরিকা-আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরামের মধ্য দিয়ে মূলত ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ও অর্জন তুলে ধরা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সহযোগিতার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এতে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশ থেকে সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী, গণ্যমান্য ব্যক্তি ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় এক অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এমডিকে ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত করা হয়। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ২০১৬ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা দেয়। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১১ সালে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি অর্জন করেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য-চিকিৎসা, সমাজসেবা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭-এ ভূষিত হন সায়েম সোবহান।
দীর্ঘ তিন দশকের পথচলায় বসুন্ধরা গ্রুপ এখন দেশমাতৃকার অভূতপূর্ব উন্নয়নের অংশীদার। দুই দশকের বেশি সময় ধরে দেশে বসুন্ধরা গ্রুপকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সায়েম সোবহান আনভীর অনেকগুলো মাইলফলক পেরিয়েছেন। সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও ব্যাবসায়িক দক্ষতার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের