বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি সানের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ভবনে ডেইলি সানের কার্যালয়ে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা ডেইল সান কার্যালয়ে এসে পত্রিকাটিকে শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর মান্তিতস্কি, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফান এফ ইবেলি।
এছাড়া সৌদি আরব, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, জার্মানি, ভিয়েতনাম ও ডেনমার্ক দূতাবাসের কূটনীতিকরা ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম পরিবারও ডেইলি সানকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে। বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাসের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাসের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: ডিএইচ বাদল
বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাসের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: ডিএইচ বাদল
এ সময় জুয়েল মাজহার বলেন, ডেইলি সান বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি দৈনিক পত্রিকা। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি দেশবাসীকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আসছে। পত্রিকাটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েল, নিউজরুম কো-অর্ডিনেটর শারমীনা ইসলাম, ডেপুটি চিফ অব করেসপন্ডেন্টস এস এম এ কালাম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট তৌহিদুর রহমানসহ ডেইলি সান এবং বাংলানিউজের সাংবাদিক- কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি সানের এডিটর ইন চিফ এনামুল হক চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ডেইলি সানের প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা প্রমুখ। তারা ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন।
২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ডেইলি সান। এরপর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি জয় করে নিয়েছে লাখ লাখ পাঠকের হৃদয়।
SOURCE : Banglanews24বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের