All news

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

'শুভ কাজে সবার পাশে’-স্লোগান নিয়ে ফেনীতে পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ দুপুরে ফেনী প্রেসক্লাবে জেলায় কর্মরত হকারদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, শুভসংঘের উপদেষ্টা ও শিক্ষাবিদ এম.মামুনুর রশীদ, প্রেসক্লাব ফেনীর সাবেক সভাপতি আবু তাহের ভূইয়া। 

এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফেনীর সভাপতি জসিম ফরায়জী, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আবদুল মোতালেব শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, খুরশিদ রহমান সূর্য, সাংগঠনিক সম্পাদক শাহ শহিদ, সহ-সাংগঠনিক এস. বি প্রিয়, দপ্তর সম্পাদক তানজিদ শুভ, প্রচার সম্পাদক এ এস এম হারুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা সুলতানা এ্যানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম কাওসার, কর্ম ও পরিকল্পনা সম্পাদক অংকন সাহা হৃদয়, সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ নোমান, কার্যকরী সদস্য কামরুল হাসান লিটন, মো. ইয়াছিন সুমন, জহিরুল হক মিলু, জিয়া উদ্দিন সোহাগ, মফিজুর রহমান, পত্রিকা এজেন্ট রাজু আহমেদসহ প্রমুখ।

কম্বল পাওয়ার পর করিম নামের এক হকার  বলেন, বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে খুব ভালো লাগছে। এই শীতে কম্বলটি আমার বেশ কাজে আসবে। শুভসংঘের আন্তরিকতায় আমরা খুব খুশি হয়েছি।

হকারদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, পত্রিকা বিতরণ পেশায় কর্মরত অসহায় হকারদের জন্য বসুন্ধরা শুভসংঘ কম্বল বিতরণের যে উদ্দ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। শুভসংঘ ফেনী কমিটির সাথে আমরা একাকিত হয়ে জেলার বিভিন্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করবো।

বসুন্ধরা শুভসংঘের ফেনীর উপদেষ্টা এম. মামুনুর রশীদ বলেন, বসুন্ধরা শুভসংঘ ফেনী জেলা নতুনরূপে সেবামূলক কাজে নেমেছে। আমি তাদের এই মানবিক কাজকে সাধুবাদ জানাই।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন

More News