All news

ঝাউদিয়ায় শীতার্তরা পেলেন বসুন্ধরা গ্রুপের কম্বল

ঝাউদিয়ায় শীতার্তরা পেলেন বসুন্ধরা গ্রুপের কম্বল

দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে শুভসংঘের আয়োজনে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে ৬০০ জন অসহায়-দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কুষ্টিয়া জেলায় ছয় দিনব্যাপী এ কার্যক্রমে বসুন্ধরা গ্রুপের প্রদত্ত কম্বল সাত হাজার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে ৭০০ অসহায়-দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার।

এ ছাড়া একই দিন সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় অবস্থিত জামিআ আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার ৪০০ শিক্ষার্থীর হাতে ৪০০টি কম্বল তুলে দেওয়া হয়। 
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও শুভসংঘের উপদেষ্টা তারিকুল হক তারিক, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পোস্টের প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলী খাতুন, যুগ্ম সম্পাদক সুমাইয়া ইসলামসহ শুভসংঘের অন্য সদস্যরা। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। জেলায় সাত হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপ প্রতিবছর শীতের সময় এই কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবে।

SOURCE : কালের কণ্ঠ