All news

চট্টগ্রামের বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ

চট্টগ্রামের বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড। প্রায় ৯ হাজার ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে। বেসরকারি খাতে এটিই প্রথম বাংলাদেশি মেগা প্রকল্প। আজ শনিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে এ বিষয়ে একটি সভায় এই তথ্য জানানো হয়।

সভায় প্রকল্পের মূল অর্থ যোগানদাতা অগ্রণী ব্যাংক লিমিটেডসহ অন্যান্য ব্যাংকসমূহের কর্মকর্তাদের সঙ্গে ৭ হাজার ৪৫৭ কোটি ৭৫ লাখ টাকা অর্থায়নের ব্যাপারে আলোচনা হয়। বেসরকারি খাতে এটিই প্রথম বাংলাদেশি মেগা প্রকল্প, যেখানে ৯ হাজার ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেডের হেড অব ব্যাংকিং রাজীব সামাদ, প্রকল্প প্রধান নাফিজ ইমতিয়াজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ১৫টি ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

SOURCE : কালের কণ্ঠ