All news

বসুন্ধরা শুভসংঘের কম্বলে তীব্র শীতে বাড়ছে উষ্ণতা

কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/01-01-2025/2/kalerkantho-kb-5a.jpg  কুষ্টিয়া ও পাবনার ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বলে শীত নিবারণ হবে অনেক অসহায়ের। সংগঠনটির উদ্যোগে গতকাল দুই জেলার অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছ। এদিকে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ নবজাতককে দেওয়া হচ্ছে শীতের পোশাক। প্রতিনিধিদের পাঠানো খবর :

কুষ্টিয়া : বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার বন্ধুদের সহায়তায় গতকাল পিঠা উৎসব এবং শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শহরের থানাপাড়ায় শুভসংঘের আঞ্চলিক কার্যালয়ে এই পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও জ্যেষ্ঠ অধ্যাপক  ড. সারওয়ার মুর্শেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার রফিকুল আলম টুকু, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক অশোক সাহা, সাবেক ব্যাংকার শাহাজাহান আলী, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক কাকলি খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলামসহ শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া (পাবনা) : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলায় অসহায়দের মধ্যে গতকাল কম্বল বিতরণ করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গুড়া শাখার উপদেষ্টা ড. জাহিদ হাসানের সার্বিক সহযোগিতায় শুভসংঘের সাধারণ সম্পাদক শাকিব খান, দপ্তর সম্পাদক রাকিব হাসান ও সদস্য আবদুল মালেক মধুসহ সদস্যরা গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে ৩১টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল পৌঁছে দেন। ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ এই ধরনের কাজ অব্যাহত রাখবে বলে আশা করি।’

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ নবজাতক পাচ্ছে বসুন্ধরা শুভসংঘের উষ্ণতা। ওই নবজাতকদের জন্য শীতের পোশাক দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে শিশুদের পোশাক পৌঁছে দেওয়া হয়।

বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। এ সময় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম হোসেন, বিডি এনিম্যাল হেলথের স্বত্বাধিকারী মো. রাসেল আহমেদ বাবু, শুভসংঘের সদস্য চয়ন বিশ্বাস উপস্থিত ছিলেন। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু বিষয়টি সমন্বয় করেন।

SOURCE : কালের কণ্ঠ