All news

বসুন্ধরা খাতা পেলো ৬৮৯১ শিক্ষার্থী

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬,৮৯১ জন শিক্ষার্থীর মঝে ২২,৩৪০টি বসুন্ধরা খাতা বিতরণ করা হয়েছে। গতকাল বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে খাতাগুলো তুলে দেয়া হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সোবহানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ রুহুল আমিন, বসুন্ধরা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মাইমুন কবির, বসুন্ধরা ফাউন্ডেশনের ম্যানেজার মো. মোশারফ হোসেন, মাঠ পরিদর্শক মো. আনোয়ার হোসেন প্রমুখ। ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও একটি আলিম মাদরাসায় (কলেজ) বসুন্ধরা খাতাগুলো বিতরণ করা হয়। বিনামূল্যে বসুন্ধরা খাতা পাওয়া মাদরাসাটি হলো- বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া আলিম মাদরাসা। এই মাদরাসার ৭৯০ জন শিক্ষার্থীর মাঝে নিজ হাতে বসুন্ধরা খাতা বিতরণ করেন ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী। খাতা পাওয়ার আনন্দে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসী বলে, আমারে বসুন্ধরার অনেক খাতা দিছে। আমি সুন্দর কইরা হাতের লেখা লেখমু। বাড়িত গিয়া সবগুলি খাতা আমার আম্মারে দেখামু। বিনামূল্যে বসুন্ধরা খাতা পাওয়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দুর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪০ জন, পাড়াতলী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৮ জন, পাড়াতলী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮১ জন, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৭৬ জন শিক্ষার্থীর হাতে বসুন্ধরা খাতা তুলে দেয়া হয়। থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৯ জন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০৯ জন, দশদোনা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২৭ জন, দশদোনা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬১ জন, আছাদনগর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪১ জন, আছাদনগর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮ জন, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩২ জন, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬১ জন এবং পাহাড়িয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫৫ জন শিক্ষার্থীর মধ্যেও বসুন্ধরা খাতা বিতরণ করা হয়।

Also Published In