All news

বসুন্ধরা সিমেন্টে হবে মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প

কম্বাইন্ড পাওয়ার স্টেশনে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৫৯০ মেগাওয়াট গ্যাস ও ৫৪১ মেগাওয়াট তরল জ্বালানিভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে বসুন্ধরা সিমেন্টে। গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড ও নির্মাণ সংস্থা চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ নর্থইস্ট নাম্বার ওয়ান ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন লিমিটেডের (এনইপিসি) মধ্যে সিমেন্ট সরবরাহ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং এনইপিসির প্রজেক্ট ম্যাটেরিয়াল পারচেজিং ম্যানেজার সি জিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১-এ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক (ভিআরএম) প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি পরিদর্শন, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বিদ্যুৎ প্রকল্পটিতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রকল্পে ৪৫ হাজার মেট্রিক টনের বেশি সিমেন্ট ব্যবহৃত হবে। ইতিপূর্বে পদ্মা সেতু, মেট্রোরেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সেতু, রূপসা রেলসেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ বৃহৎ স্থাপনাগুলোতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি মো. বেলায়েত হোসেন, ডিএমডি মাহবুব উজ জামান, ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, মোহাম্মদ আবু তৈয়ব, চিফ ফাইন্যান্স অফিসার মো. তোফায়েল হোসেন, চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, জেনারেল ম্যানেজার (সেলস) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী ইমাম আল কুদরত-ই-এলাহিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন