All news

এফএসসি সনদ পেল বসুন্ধরা পেপার মিলস

এফএসসি সনদ পেল বসুন্ধরা পেপার মিলস

পরিবেশবান্ধব কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল (ঋঝঈ-ঈড়ঈ) সনদ পেল বসুন্ধরা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গতকাল সোমবার সকালে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানের হাতে এ স্বীকৃতি সনদ তুলে দেওয়া হয়। এফএসসির বাংলাদেশ অফিস রিনার সার্টিফিকেশন ম্যানেজার আসলাম খান এ সার্টিফিকেট তুলে দেন। রিনা বিশ্বব্যাপী কাগজ ও টিস্যু প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এফএসসির সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘পৃথিবীজুড়ে এখন মানুষ পরিবেশ বিষয়ে সচেতন হচ্ছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাপী কাগজ তৈরির প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধবের স্বীকৃতি হিসেবে এফএসসি সার্টিফিকেট নিতে হচ্ছে। বাংলাদেশে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডই একমাত্র প্রতিষ্ঠান যারা এ সার্টিফিকেট পেল।’ মুস্তাফিজুর রহমান আরো বলেন, ‘যেসব কাগজ তৈরির প্রতিষ্ঠান বন ধ্বংস না করে নিজেদের গাছ থেকে কাগজ তৈরি করে, কারখানা পরিবেশবান্ধব, বেশি কাগজের রি-সাইকেল করে, শিশুশ্রম করায় না—এ ধরনের কয়েকটি মানদণ্ডের ওপর এফএসসি সার্টিফিকেট প্রদান করা হয়।’ মুস্তাফিজুর রহমান বলেন, ‘উন্নত বিশ্বে এখন মানুষ কাপড় কিনতে গেলেও খেয়াল করে ট্যাগটি এফএসসি সার্টিফায়েড কি না।’ মানুষ এখন অনেক সচেতন হচ্ছে বলেও জানান মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।