All news

এক হাজার দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মুন্সীগঞ্জে ১ হাজার দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের চৌধুরীর বাড়িতে প্রয়াত চৌধুরী পরিবারের স্বজনদের স্মরণে আয়োজন করা হয় এ ফ্রি চিকিৎসা সেবা। এতে মেডিসিন, নাক, কান, গলা, চক্ষু, গাইনি, অর্থোপেডিক্স, সার্জারি, চর্ম ও যৌন, শিশু, দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবা প্রদানকারী বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ওয়াহিদা হাসিন, সহযোগী অধ্যাপক (চক্ষু) রুহুল আমিন, শিশু বিশেষজ্ঞ মো. আল-আমিন, মেডিসিন বিশেষজ্ঞ মো. সাইফুজ্জমান, গাইনি বিশেষজ্ঞ ডা. বৃষ্টি, দন্ত বিশেষজ্ঞ রুপা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌধুরী পরিবারের সদস্য র্যাংগস গ্রুপের পরিচালক আমানুল্লাহ চৌধুরী, সি রিসোর্টের পরিচালক ইশরাত চৌধুরী, বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেলের সহকারী ম্যানেজার মো. ছিদ্দিকুর রহমান সুমন প্রোগ্রাম অর্গানাইজার মো. মশিউর রহমান ও চিকিৎসা সেবার আয়োজক চৌধুরী পরিবারের সদস্য অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Also Published In