চট্টগ্রামের পটিয়া উপজেলার বাদামতল এলাকার এক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বামীর মৃত্যুর পরে কুলছুমা খাতুন তার দুই কন্যাসন্তান নিয়ে অসহায়ভাবে কোনরকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে সংসার চালান।
শুভসংঘ থেকে পাওয়া নগদ অর্থ মেয়েদের পড়ালেখার জন্য ব্যয় করবেন বলে তিনি জানান। তার বড় মেয়ে একাদশ শ্রেণিতে ও ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।
খাদ্যসামগ্রী ও নগদ টাকা পেয়ে কুলছুমা খাতুন বলেন, তোআরা (তোমাদের) ও বসুন্ধরার লাই (জন্য) নামাজ পরি দোয়া গইরঘুম (করব)।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি এস এম এ জুয়েল, পটিয়া উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দীন, এম এ হান্নান, মো. তারেক, মৃদুল সরকার প্রমূখ।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের
Bashundhara Group’s Units Recognised as Highest Revenue Contributors to Mongla Port
হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
Bashundhara Foundation Distributes Interest-Free Loans in Homna
বসুন্ধরার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী
কুষ্টিয়ায় বসুন্ধরা আই হসপিটালের সেবা পেলেন ১২,৫০০ মানুষ
Bashundhara Eye Hospital Provide Free Eye Treatment to 12,500 People in Kushtia
সিলেটে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ