জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। প্রতিবছরের মতো এবারও গভীর শ্রদ্ধায় শেখ রাসেলের স্মরণে নানা আয়োজন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্লাব প্রাঙ্গণে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। কেক কাটার আগে বিশেষ মোনাজাত ও দোয়া পার্থনা করা হয়।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ভাইস চেয়ারম্যান ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমাত জামিল আকন্দ, অর্থ পরিচালক ফখরুদ্দিন আহমেদসহ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সকালে ক্লাবের পক্ষ থেকে বনানীতে শেখ রাসেলের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
SOURCE : কালের কণ্ঠOfficer's Club Dhaka Hosts Annual Mezban Courtesy by Bashundhara Group
বসুন্ধরা গ্রুপের সৌজন্যে অফিসার্স ক্লাবে বার্ষিক মেজবান অনুষ্ঠিত
2nd Season of 'Quraner Noor- Powered by Bashundhara Group' is Starting
শুরু হচ্ছে ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ এর দ্বিতীয় আসর
১২ বছরে বাংলাদেশ প্রতিদিন
Bangladesh Pratidin marks 12th anniversary
কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসছে ১২০০ সিসি টিভি ক্যামেরা
Bashundhara Group Gives Keraniganj a Security Boost
দেশের উন্নয়নে জুয়েলারি খাতের বিকল্প নেই- সায়েম সোবহান আনভীর
Sayem Sobhan Anvir Re-Elected as BAJUS President