East Bengal: বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে ইস্টবেঙ্গল

শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
গাঁটছড়া ভাঙা শুধু সময়ের অপেক্ষা। এবার নতুন স্পন্সরের খোঁজে আরও একধাপ এগিয়ে গেল লাল হলুদ। ৫ মার্চ আইএসএলে শেষ ম্যাচ খেলবে লিগ তালিকায় তলানিতে থাকা ইস্টবেঙ্গল। আইএসএলের পরেই স্পনসর শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে ইস্টবেঙ্গলের। অশান্তির আগুন স্পনসর ও ক্লাবের মধ্যে দীর্ঘদিন ধরে ধিকিধিকি জ্বলছিল। এবার তা দাবানলের চেহারা নিতে চলেছে। শ্রী সিমেন্ট ক্লাব পরিচালনার ব্যাপারে আসন্তোষ জানিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। বিশ্বস্ত সূত্রের খবর, বাংলাদেশের বিশিষ্ট বাণিজ্যিক সংস্থা বসুন্ধরা গ্রুপ ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসর হতে আগ্রহী। ঢাকা ও কলকাতায় এই বিষয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে।
বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের তিনটি ফুটবল ক্লাবের স্পনসর। তাঁদের কাছে মাঠ অচেনা নয়। পশ্চিমবঙ্গ ও ভারতে ব্যবসা সাম্প্রসারণের লক্ষ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসর হতে চায় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরার ম্যানেজিং ডিরেক্টর শায়েম শোভান বলেছেন, প্রস্তাব এলে তাঁরা ভেবে দেখবেন। অর্থাৎ বিষয়টিকে উড়িয়ে দেননি বসুন্ধরার কর্তা। জানা গিয়েছে গোটা প্রক্রিয়াটি শুরু হবে মার্চের মাঝামাঝি। শোভান জানান, ইস্টবেঙ্গলের সঙ্গে বসুন্ধরার স্পনসর্ড ক্লাবগুলির মধ্যে কিছু প্রীতি ম্যাচ হতে পারে। তবে এর বেশি কিছু তিনি বলতে চাননি। ইস্টবেঙ্গল কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। শোনা যাচ্ছে সিঙ্গাপুরের একটি ব্যাবসায়িক গোষ্ঠীও নাকি ইস্টবেঙ্গলে লগ্নি করতে আগ্রহী। আইএসএল শেষ হলেই শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া ভেঙে নতুন স্পন্সরের জন্য ঝাঁপাবে লাল হলুদের কর্তারা। ইস্টবেঙ্গল কী অবস্থায় আইএসএল শেষ করে তার ওপরও অনেক কিছু নির্ভর করছে। তবে পরের আইএসএলে শ্রী সিমেন্টকে স্পনসর হিসেবে দেখা যাবে না সেটা ধরেই নেওয়া যায়।
Source : The Daily Aajkaal In