৭ দিনের মধ্যে চালু হবে বসুন্ধরা হাসপাতাল

এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। আগামী ৭ দিনের মধ্যে চালু হবে এই হাসপাতাল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক প্রকৌশলী মাসুদুল আলম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “বসুন্ধরা অস্থায়ী হাসপাতাল চুড়ান্ত পর্যায়ে। এখন বিদ্যুৎ সংযোগের অপেক্ষায়। ইতোমধ্যে লাইসেন্স বোর্ডের অনুমতি মিলেছে। শুক্রবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হতে পারে। সংযোগ পেলে হাসপাতালের ভেতর বিদ্যুৎ-সংশ্লিষ্ট সব ধরনের কাজ শুরু হয়ে যাবে।”
দক্ষিণ এশিয়ার জন্য একটি দৃষ্টান্ত উল্লেখ করে মাসুদুল আলম বলেন, একটি আধুনিক হাসপাতালের সব সুবিধা আছে এখানে। ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা, ডাক্তার ও নার্সদের জন্য ডিসইনফেক্ট করার জন্য আলাদা রুম রয়েছে।
৭১ বেডের আইসিইউ হচ্ছে উল্লেখ করে মাসুদুল আলম বলেন, দুই হাজার বেডের এই হাসপাতালের কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে চালূ করা সম্ভব হবে।