৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহের স্বীকৃতিপত্র পেল কিং ব্র্যান্ড সিমেন্ট

গতকাল ৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (আজমত আলী খান ব্রিজ) প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেড সঠিক গুণগত মান এবং সুষ্ঠু সরবরাহের জন্য কিং ব্র্যান্ড সিমেন্টকে স্বীকৃতিপত্র দেন। একই সঙ্গে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে চমৎকার ব্যবসায়িক পার্টনার হিসেবে আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেডকে স্বীকৃতিপত্র দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেডের জেনারেল ম্যানেজার ইউ হুয়াজিন, ক‚টনৈতিক কর্মকর্তা ও সেক্রেটারি টু জিএম ডু চুয়ান ওয়েন এবং সড়ক ও জনপদ বিভাগের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার খান মো. কামরুল আহসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।