স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই হস্তান্তর বসুন্ধরা হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই হস্তান্তর করা হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতাল। গতকাল আইসিসিবিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন। বসুন্ধরা গ্রুপের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, আমাদের সব কাজ শেষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালটি ৪ মে চালুর বিষয়ে একটি অনানুষ্ঠানিক তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু আগামীকাল তারা এটি শুরু করতে পারবে বলে মনে হচ্ছে না। আমরা শুনেছি তারা জরুরিভিত্তিতে এখানে লোকবল পোস্টিং দেওয়ার চেষ্টা করছে। জসীম উদ্দিন আরও বলেন, আমরা হস্তান্তরের জন্য পুরোপুরি প্রস্তুত। পেপার ওয়ার্কসও শেষ। তারা চাইলেই আমরা বুঝিয়ে দিতে পারব।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম বলেন, হাসপাতালটি বসুন্ধরা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এক প্রকার বুঝেই নিয়েছি। এখন স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই তাদের বুঝিয়ে দেব। এদিকে যোগ দিতে গতকাল কয়েকজন চিকিৎসককে হাসপাতাল প্রাঙ্গণে আসতে দেখা যায়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, মাত্র এক দিনের নোটিসে আমার আগের কর্মস্থল থেকে এখানে যোগ দিতে বলা হয়। এখানে কাউকে পেলাম না। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলাম। তাদের নির্দেশনা অনুযায়ী এখন মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে যোগ দেব।