সৈয়দপুরে কিংব্র্যান্ড সিমেন্টের হালখাতা

বসুন্ধরা গ্রুপের কিংব্র্যান্ড সিমেন্টের সৈয়দপুরের পরিবেশক মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার শহরের নতুনপাড়ায় সিটি সেন্টারে ওই হালখাতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের হেড অব ডিভিশন মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার কিংশুক হোসাইন। সভাপতিত্ব করেন মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. ইউসুফ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিংব্র্যান্ড সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুল লতিফ, রংপুর বিভাগীয় ইনচার্জ শাহ্ মো. মাহ্মুদ হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কিংব্র্যান্ড সিমেন্টের নীলফামারীর এরিয়া ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে পাঁচজন সেরা খুচরা বিক্রেতাকে পুরস্কার হিসেবে সোনার চেইন দেওয়া হয়। তা ছাড়া নীলফামারী জেলায় কিংব্র্যান্ড সিমেন্টের সর্বোচ্চ ব্যবহারকারী মো. ফারুককে একটি এয়ারকন্ডিশনড দেওয়া হয়। অনুষ্ঠানে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুর জেলার প্রায় দুই শতাধিক খুচরা বিক্রেতা উপস্থিত ছিলেন।