সিলেটে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সিলেটের হোটেল ফরচুন গার্ডেনে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের শতাধিক পরিবেশক ও রিটেইলার। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সেলস হাবিবুর রহমান এবং ডিভিশনাল সেলস ইনচার্জ আরিফুল ইসলাম।
বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ থেকে পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসায় পরিচালনা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়। আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।