Pre-loader logo

সাভার ও মাদারীপুরে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার

সাভার ও মাদারীপুরে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার

বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভার ও মাদারীপুরে।
গতকাল সোমবার সাভার বাজার বাসস্ট্যান্ডে বন্ধন রেস্তোরাঁয় বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা সিমেন্টের ডিভিশন সেলস ম্যানেজার লুত্ফুল হক খসরু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের বসুন্ধরা সিমেন্টের পরিবেশক সোহেল ট্রেডিং কম্পানির স্বত্বাধিকারী মো. সোহেল আহমেদ। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার রাজু আহমেদ প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে সাভার অঞ্চলের দেড় শতাধিক পরিবেশক ও রিটেইলার অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আগত সব অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সঠিক মান ও আস্থা নিয়ে আজ সারা দেশে ভোক্তার দোরগোড়ায় বসুন্ধরা সিমেন্ট পৌঁছে গেছে। এ কৃতিত্ব শুধু আমাদের একার নয়, আমাদের সম্মানিত পরিবেশক ও রিটেইলারদের অবদান অনেক বেশি।’ তিনি আরো বলেন, ‘আগামী দিনগুলোতে বসুন্ধরা সিমেন্ট সহজলভ্যতা ও ভোক্তাদের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সে ক্ষেত্রে সঠিক মানসম্পন্ন আমাদের সিমেন্ট সময়মতো ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারলেই বসুন্ধরা সিমেন্টের সুনাম অক্ষুণ্ন থাকবে।
কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে মাদারীপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মাদারীপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডিজিএম আব্দুল লতিফ। আরো ছিলেন ফরিদপুর ডিভিশনের ডিএসএম সুমন চন্দ্র কর, মাদারীপুর এরিয়ার এএসএম খায়রুল হাসান সোহাগ, টিএসএফ মো. বদরুদ্দোজা, শাহীন আলম, সুমন হাওলাদার প্রমুখ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.