শেষ মুহূর্তের গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল শেখ রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
শনিবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচের ২৩তম মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে এক মিনিট পরেই মোহাম্মদ সাদ উদ্দিন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় শেখ রাসেল।
বিরতির পর এবার মোহামেডান ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৬৭তম মিনিটে মোহাম্মদ মাসুদ রানা লাল কার্ড দেখেন। এই সুযোগে আক্রমণ বাড়ায় শেখ রাসেল। ফলাফলও পায় তারা নির্ধারিতর সময়ের আগে। খেলার ৮৪তম মিনিটে আইজার আকমাতভের গোলে সমতা পায় শেখ রাসেল।
খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।