শেখ রাসেল স্কুল টিটি

পল্টন ইনডোর স্টেডিয়ামে ১৮ অক্টোবর শুরু হচ্ছে শেখ রাসেল স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট। বঙ্গবন্ধু তনয় শেখ রাসেলের জন্মদিনকে সামনে রেখে সারা দেশের স্কুলগুলোকে নিয়ে এই আয়োজন করছে বসুন্ধরা গ্রুপ। বালক-বালিকা দলগত, বালক-বালিকা একক সাব-জুনিয়র, বালক-বালিকা একক জুনিয়র ও প্রতিবন্ধী একক—এই সাতটি ইভেন্টে অংশ নেবে দেশের ৪১টি স্কুলের ২৬০ জন খেলোয়াড়। ২১ অক্টোবর ফাইনাল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।