শেখ জামাল ক্লাবের ইফতার

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে নতুন উদ্যমে ঝাঁপিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফুটবল ও ক্রিকেটে শক্তিশালী দল গড়েছে তারা। কাল ক্লাবের পক্ষ থেকে সেই দলের খেলোয়াড়সহ, ক্লাবের সবস্তরের কর্মকর্তা এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অংশগ্রহণে এক জমকালো ইফতার মাহফিলের আয়োজন করা হয় রেডিসন ব্লু হোটেলের বল রুমে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান-১ সাফিয়াত সোবহান, ভাইস চেয়ারম্যান-২ ও ক্লাব সভাপতি সাফওয়ান সোবহান এবং গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই ইফতার মাহফিলে।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, রূপায়ণ গ্রুপ চেয়ারম্যান এল এ মুকুল, মেঘনা গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল, বিডিজি গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন, শেখ জামাল ক্লাবের পরিচালক নজিব আহমেদ, বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন, ডিএমডি মোস্তাফিজুর রহমান ও বসুন্ধরা গ্রুপের প্রেস ও মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।