রাজশাহীতে বসুন্ধরা সিমেন্ট ও ঝালকাঠিতে এলপি গ্যাসের ইফতার

রাজশাহীতে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট) খন্দকার কিংশুক হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল লতিফ, বসুন্ধরা সিমেন্টের এজিএম (ব্র্যান্ড) আশিকুর রহমান আশিক, সিমেন্ট সেক্টরের মার্কেটিং ফাংশনের ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল, কিং ব্র্যান্ড সিমেন্টের ম্যানেজার শামিম আল-মামুন, বসুন্ধরা সিমেন্টের এজিএম জিয়ারুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার আশিক আহমেদ, রুয়েট সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান, রাজশাহী বিভাগীয় এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাঙ্কর চন্দ্র আচার্য, রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এই ইফতার ও দোয়া মাহফিলে পাঁচ শতাধিক ডিলার, রিটেইলার, ইঞ্জিনিয়ারসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এদিকে ঝালকাঠিতে বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। স্থানীয় ফাতেমা কনভেনশন সেন্টারে গত বৃহস্পতিবার আয়েজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ইনচার্জ আ. মান্নান, এরিয়া সেলস ইনচার্জ শাহিন উদ্দীন, ঝালকাঠি ডিস্ট্রিবিউটর সাবিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফেরদৌস আহমেদ টিটু। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোখতার আহমেদ।