Pre-loader logo

রাজধানীতে বসুন্ধরা সিমেন্টের ইফতার

রাজধানীতে বসুন্ধরা সিমেন্টের ইফতার

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীসহ প্রায় দেড় শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম, কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) মাহবুব হায়দার খান, মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, উপব্যবস্থাপনা পরিচালক সিমেন্ট খাত প্রকৌশলী এ কে এম মাহ্বুব-উজ-জামান, বসুন্ধরা সিমেন্ট খাত সিএফও মো. তোফায়েল হোসেন, সিমেন্ট খাতের বিক্রয় বিভাগের প্রধান খন্দকার কিংশুক হোসেন, ডিজিএম টেকনিক্যাল সাপোর্ট সরজ কুমার বড়ুয়া এবং বসুন্ধরা গ্রুপের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে মাহ্বুব-উজ-জামান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘অত্যাধুনিক ভিআরএম পদ্ধতিতে তৈরি দেশের বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। আমাদের সিমেন্টের গুণগত মান, অত্যাধুনিক উৎপাদন পদ্ধতিতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের আস্থা বাড়ছে।’
তিনি আরো বলেন, ‘বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগত মানের কারণে আজ শীর্ষে অবস্থান করছে।’
ইফতার মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে উৎপাদিত হয় বসুন্ধরা সিমেন্ট। গুণগতমান ও বৃহৎ সরবরাহ নেটওয়ার্ক দিয়ে বসুন্ধরা সিমেন্ট অল্প সময়েই দেশের মানুষের মন জয় করেছে। গুণগতমান ভালো হওয়ায় বাংলাদেশের বড় বড় স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র, মেট্রো রেলসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.