রংপুরে বসুন্ধরা-কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার

বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের দোয়া ও ইফতার মাহফিল শনিবার রংপুর নগরের ধাপ চেকপোস্ট এলাকায় শীতল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম আব্দুল লতিফ, এজিএম (ব্র্যান্ড) আশিকুর রহমান, বসুন্ধরা সিমেন্টের এজিএম (নর্থ উইং) জিয়ারুল ইসলাম, ম্যানেজার (ব্র্যান্ড) শামীম আলম মামুন ও ম্যানেজার (মার্কেটিং ফাংশন) সাইফুল ইসলাম রুবেল। কিংশুক হোসেন বলেন, দেশের নির্মাণ শিল্পে বসুন্ধরা গ্রুপের উৎপাদিত সিমেন্ট অগ্রণী ভূমিকা পালন করছে। সবার আস্থা অর্জনের মাধ্যমে বসুন্ধরার সিমেন্ট আজ দেশ সেরা। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার বসুন্ধরা সিমেন্ট এবং কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলার ও রিটেইলাররা অংশ নেন।