রংপুরে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী ‘বসুন্ধরা গলফ কাপ টুর্নামেন্ট’ রংপুর গলফ ক্লাব মাঠে শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে রংপুর গলফ ক্লাবের সভাপতি ও রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক এবং বিশেষ অতিথি হিসেবে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশগ্রহণ করছেন। এবারের টুর্নামেন্ট প্রথমবারের মতো বগুড়া ও রংপুর গলফ ক্লাবের মধ্যে চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হচ্ছে।