Pre-loader logo

যাত্রাবাড়ীতে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

যাত্রাবাড়ীতে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাইপাই চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের ডিভিশনাল সেলস ম্যানেজার সাইফুর রহমান এবং যাত্রাবাড়ী অঞ্চলের শতাধিক পরিবেশক ও খুচরা বিক্রেতা।
এতে বক্তারা বলেন, বসুন্ধরা গ্যাস দেশের সেরা এলপি গ্যাস হিসেবে এরই মধ্যে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারের অন্যান্য গ্যাসের চেয়ে এটি অধিক নিরাপদ হওয়ায় গ্রামগঞ্জে এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। বসুন্ধরা গ্যাসের পক্ষ থেকে নিরাপদে গ্যাস ব্যবহারের নিয়ম নিয়ে বছরজুড়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া অসাধু চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে, সেদিকে গুরুত্বারোপ করা হয়।
আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.