যশোর মানিকগঞ্জ বাগেরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে গতকাল শুক্রবার যশোর, মানিকগঞ্জ ও বাগেরহাটে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে যশোরে যশোর জিলা স্কুল, মানিকগঞ্জে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় ও বাগেরহাটে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
‘যুক্তিতে আলোকিত হও’ শীর্ষক স্লোগানে গতকাল দিনব্যাপী উৎসবমুখর ছিল প্রতিযোগিতা। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক, সাংবাদিক, সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। প্রতিযোগিতা শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুলের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, প্রতিটি স্কুলকে ক্রেস্ট এবং বসুন্ধরা খাতা দেওয়া হয়।
যশোর অফিস জানায়, গতকাল শুক্রবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা খাতা কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ আব্দুল আলীম। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে মনোনীত হয়েছে যশোর জিলা স্কুল। রানার্স-আপ হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে জিলা স্কুলের শাহরিয়ার লাবিব।
কালের কণ্ঠ শুভসংঘ যশোরের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মোবিনুল ইসলাম মবিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, দেশের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা, শুভসংঘের সহসভাপতি, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব পারভেজ ও শুভসংঘ যশোরের সাধারণ সম্পাদক জহির ইকবাল নান্নু। প্রতিযোগিতায় ছয়টি স্কুল অংশ নেয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলায় চ্যাম্পিয়ান হয়েছে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় রানার্স-আপ হয় মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
গতকাল সকাল সাড়ে ৯টা থেকে আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। জেলার আটটি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কাশিনাথ সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, উদীচীর সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, খেলাঘরের সাধারণ সম্পাদক আরশেদ আলী।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে অনুষ্ঠিত হলো বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আটটি স্কুল অংশ নেয়। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন বিশ্বাস আনুষ্ঠানিকভাবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। সেরা বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের আতিকা বিনতে আসিফ।
প্রতিযোগিতায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, দশানী আদর্শ বালিকা বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়ার রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় এবং ফকিরহাটের বেতাগা বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়।
তিনটি পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শাহ আলম ফরাজী, সাইফুর রহমান ফারুকী, রফিকুল ইসলাম, মানস তালুকদার, অমিয় কুমার পাল, সুযশ কান্তি মণ্ডল, শুভেন্দু কুমার পাল, বিশ্বজিৎ কুমার বৈদ্য, পার্থ দেব সাহা, দেবরাজ মিত্র, শেখ জামিল হাসান সোহেল প্রমুখ।
পুরস্কার বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক চৌধুরী আব্দুর রব। কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি বাগেরহাট সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তাহিদুল আলম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন বিশ্বাস, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস, কালের কণ্ঠ শুভসংঘের বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যাদু, কালের কণ্ঠ’র বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, বিচারকদের মধ্যে শিক্ষক বিশ্বজিৎ কুমার বৈদ্য এবং প্রতিযোগীদের মধ্যে আতিকা বিনতে আসিফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের যুগ্ম সম্পাদক হরপ্রসাদ হালদার মিঠু, শেখ সাইফুল হক, নাজমুল ইসলাম রাজিন, আল-আমীন হাওলাদার, নূর ইসলাম মোহন, অ্যাডভোকেট ফকির মো. নওরেশুজ্জামান, স্বপন বিশ্বাস, নিমাই কৃষ্ণ সেন, রাজিয়া আক্তার, রাকিবুল ইসলাম প্রমুখ।
বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে শুভসংঘ।