যশোরে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন যশোর অঞ্চলের ৫০ জন নারী। ক্যাম্পেইনে বসুন্ধরা এলপি গ্যাসের জিএম সেলস মীর টি আই ফারুক, ডিভিশনাল সেলস ম্যানেজার হাবিবুর রহমান, ব্র্যান্ড বিভাগের নির্বাহী আরিফ সিদ্দিক, যশোরের পরিবেশক মাহবুব আলম লাভলু উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া পুরনো ও নিম্নমানের সিলিন্ডার না কিনে স্বীকৃত ডিলারের কাছ থেকে সিলিন্ডার কেনার জন্য আহ্বান জানানো হয়। ক্যাম্পেইন শেষে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে শিরিন সুলতানা প্রথম, নিলুফার ইয়াসমিন দ্বিতীয় ও রিনি খান তৃতীয় পুরস্কার পান। এ ছাড়া অংশগ্রহণকারীদের প্রত্যেককে বসুন্ধরার উৎপাদিত বিভিন্ন পণ্য উপহার দেওয়া হয়।