মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাস বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ আয়োজিত কাবাডি টুর্নামেন্ট

মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের পৃষ্ঠপোষকতায় হয়ে গেল ‘এ এম সায়েদুর রহমান’ স্মৃতি কাবাডি টুর্নামেন্ট। ফাইনালে ৬১-৪৩ পয়েন্টে ঘিওর উপজেলাকে হারিয়ে শিরোপা জিতেছে দৌলতপুর উপজেলা। গত বুধবার শুরু হয়েছিল ‘এ এম সায়েদুর রহমান’ স্মৃতি কাবাডি টুর্নামেন্ট-২০১৮। অংশ নিয়েছিল মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার আটটি দল। টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টের টাইটেল স্পনসর বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড সেলস) মীর টি আই ফারুক রিজভি। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। খেলায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম, পিপিএম (ডিআইজি)। পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌরমেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মহিলা লীগের সভাপতি নীনা রহমান, শিবালয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।